মেঘনা নদীর উত্তর দক্ষিণ পার্শ্বে অবস্হিত উক্ত বিদ্যালয়টি। যাহা দেখতে অত্যান্ত মনোরম পরিবেশে অবস্হিত।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
চন্দন চন্দ্র দেবনাথ | 01721253816 |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
কাজী কামাল উদ্দিন-সভাপতি বীর চর মধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
১. প্রতি শ্রেনি থেকে ১ম , ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানকরা হয় ।
২. বিনামূল্যে বই প্রদান করা হয় ।
এই বিদ্যালয় থেকে শিক্ষালাভ করে সচিব পদে কর্মরত আছে,ব্যাংকার আছে, শিক্ষক আছে।
ভবিষ্যতে এই বিদ্যালয়টিকে যুগো পযোগী করে তোলা হোক।
রায়পুরা থেকে নৌকা দিয়ে চরমধুয়া আসা যায়। সড়ক যোগে বায়পুরা থেকে সিএনজি অথবা দিয়ে প্রান্তশালা ,প্রান্তশালা থেকে নৌকা দিয়ে সায়েদাবাদ , সায়েদাবাদ থেকে পিক আপ দিয়ে বাঁশগাড়ী,বাশাগাড়ী থেকে নৌকা দিয়ে চরমধুয়া।
নরসিংদী থেকে নৌকা দিয়ে চরমধুয়া বিকাল ৩টায় বিপিন সাহার ঘাট থেকে। অথবা নরসিংদী থেকে সিএনজি দিয়ে নিলক্ষা ছনপাড়া ঘাটে। নিলক্ষা ছনপাড়া ঘাট থেকে নৌকা দিয়ে চরমধুয়া ।
ডা: আমিরুল হক শামীম ,সহকারী পরিচালক শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস