Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

                                                 ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩০ নং ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদকে দু’ধরণের কার্যভার অর্পন করা হয়েছে। যেমন: ১০টি বাধ্যতামূলক  এবং ৩৮টি ঐচ্ছিক কাজ (প্রথম তফশীলের প্রথম খন্ড)।

 

 

বাধ্যতামূলক কার্যাবলী:

 

  • আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
  • অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
  • কৃষি, বৃক্ষরোপণ,মৎস্য ও পশু পালন সম্পদ, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা।
  • পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটাবে।
  • স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
  • জনগণের সম্পত্তি যথা রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাঁধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করা।
  • ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে থানা পরিষদের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
  • জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
  • সব ধরণের শুমারী পরিচালনা করা।

ঐচ্ছিক কার্যাবলীঃ

গ্রাম আদালত পরিচালনা, জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ, সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, কবরস্থান,শ্মাশান ঘাট ,উদ্যান ও খেলার মাঠ এর ব্যবস্থা ও রক্ষনাবেক্ষণ, সাধারণ ও সরকারীভাবে গাছ লাগানো ও সংরক্ষণ,গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ,অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ,ইউনিয়নে দালান নির্মাণ ও পুনঃনির্মান নিয়ন্ত্রণ, মেলা ও প্রদর্শনীর আয়োজন, বিধাবা,এতিম,গরীব ও দুস্থদের সাহায্যকরণ,খেলাধুলা ও শিক্ষার উন্নতি সাধন, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ, গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ, ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শনকারীদের নিরাপত্তা, আরাম আয়েস বা সুযোগ-সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।